ইংল্যান্ড ঘরোয়া আসর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে এসেক্স ঈগলসের হয়ে আট ম্যাচ খেলতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে দলটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই দেশে ফিরছেন তিনি।
এসেক্সের ওয়েবসাইটে বলা হয়, ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে ক্লাব ছাড়ছেন তামিম। আমরা তাকে শুভকামনা জানাই। তার ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোরও অনুরোধ করছি।
তবে ব্যক্তিগত কারণ কি তা প্রকাশ করা হয়নি।
ডেইলি মেইলের খবরে বলা হয়, তামিম ইকবালের এসেক্সে থাকা মাত্র এক ম্যাচেই শেষ হয়ে গেলো। অথচ তিনি গেলো সপ্তাহে ৮টি ম্যাচ খেলার জন্য চুক্তি করেন।
গেলো রোববার কেন্ট স্পিটফায়ার্সের কাছে সাত উইকেটে হারার পরই ২৮ বছরের বাংলাদেশ ক্রিকেটারকে ছাড়ার ঘোষণা দিলো এসেক্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাওয়ার পর গেলো শনিবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে এসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যান তামিম।
রোববার কেন্টের বিপক্ষে এসেক্সের হয়ে অভিষেক হয় তামিমের। ক্লাবটির জার্সি গায়ে ওপেনার হিসেবেই মাঠে নামেন তিনি। তবে এদিন জ্বলে উঠতে পারেননি। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার।
কে/ডিএইচ